বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সিজেএফবি’র যুগ্ম সম্পাদক হলেন শাকিলুর রহমান 

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২১:৩৩

বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। দেশের প্রধান জাতীয় সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজপোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংগঠনটির ২৫তম কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৪-২৫ মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

নতুন কমিটিতে ‘যুগ্ম সম্পাদক’ হিসাবে দায়িত্ব পেয়েছেন তরুণ সাংবাদিক শাকিলুর রহমান (শাকিল)। তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে এসএ টিভিতে ডিজিটাল মিডিয়া ও মার্কেটিং বিভাগে কর্মরত আছেন।

নতুন দায়িত্ব পেয়ে শাকিলুর রহমান বলেন, ‘এটি আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। ঐতিহ্যবাহী এই সংগঠনটির সুনাম অক্ষুন্ন রাখতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আমাকে যুগ্ম সম্পাদক করায় সকলের কাছে কৃতজ্ঞ। আশা করি, নতুন কিছু হবে।’

উল্লেখ্য, সিজেএফবি’র নতুন সভাপতি হয়েছেন এসএটিভি’র বার্তা সম্পাদক এনাম সরকার ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিনোদন বিভাগীয় প্রধান এম এস রানা। এই কমিটিতে প্রধান উপদেষ্টা পদে রয়েছেন রেডিও আমার’র হেড অব প্রোগ্রাম তামিম হাসান। 

এ ছাড়াও উপদেষ্টা পদে আছেন দৈনিক খবরের কাগজের ফিচার সম্পাদক খালেদ আহমেদ এবং প্রবাস টিভি-কানাডা’র বার্তা সম্পাদক দীন ইসলাম।

ইত্তেফাক/পিও
 
unib