শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

যাত্রা শুরু করলো ‘কুয়্যাক এন বাই’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০

বাংলাদেশ থেকে দেশের বাইরের অথেনটিক প্রোডাক্ট দ্রুততম সময়ে পাওয়ার কোনও নির্ভরযোগ্য মাধ্যম নেই। দেশের ক্রেতাদের এই সেবা দেওয়ার লক্ষ্যে রোববার (১৫ সেপ্টেম্বর) যাত্রা শুরু করেছে ই-কমার্স সাইট ‘কুয়্যাক এন বাই’।

গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। এই ই-কমার্স সাইট (www.quacknbuy.com) থেকে ইলেকট্রনিক্স, প্রসাধনী, মোবাইল ফোন ও এক্সেসরিজ, গার্মেন্টস প্রোডাক্টস এবং নানা পণ্য বিভিন্ন সহজেই অর্ডার করা যাবে। 

যেকোনো পণ্য তাদের মাধ্যমে ৫ থেকে ১৫ দিনের মধ্যে দুবাই থেকে বাংলাদেশে গ্রাহকের কাছে পৌঁছে যাবে। প্রিমিয়াম পণ্য অর্ডার করে গ্রাহকরা এলিট ক্লাবের সদস্য হয়ে সর্বোচ্চ গ্রাহক সেবা পাবে। শিগগিরই বিজনেস টু বিজনেস সেবাও চালু করবে কুয়্যাক এন বাই। 

উল্লেখ্য, বাংলাদেশ এবং দুবাইয়ে দুটি অফিস থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে।  

মিরপুর ডিওএইচএস অফিসে কুয়্যাক এন বাই-র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক জনী, আবদুল্লাহ আল মামুন ও আরিফ আরমানসহ সংশ্লিষ্ট অনেকে।

ইত্তেফাক/এআই
 
unib