শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মর্যাদাপূর্ণ ইশিদেত অ্যাওয়ার্ড পেলেন নাসের শাহরিয়ার জাহেদী

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২১:৪৩

ফেডারেশন অফ এশিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের (এফএপিএ) ৩০তম কংগ্রেসে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীকে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি এবং ফার্মাসিউটিক্যাল মার্কেটিং খাতে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‌‘ইশিদেত এওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উদ্ধৃতিপত্রে উল্লেখ করা হয়েছে, জাহেদী এশিয়ায় ফার্মেসি পেশার উন্নয়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এফএপিএ’র সভাপতি ড. ইয়োলান্ডা রোবেলস জনাব জাহেদীকে পুরস্কার প্রদান করেন। কোরিয়া সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী, কোরিয়ার এফডিএ’র মহাপরিচালক এবং ২৪টি এশীয় রাষ্ট্রের দুই হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিনিধিদের উপস্থিতিতে জাহেদীর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করা অত্যন্ত গুরুত্ববহ ছিল।

উদ্ধৃতিটিতে বলা হয়েছে, এই স্বীকৃতি জনাব জাহেদীর ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রতি কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের একটি প্রমাণ এবং এ শিল্পে নিয়োজিত অন্যদের জন্য এটি উৎকর্ষ সাধনের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।

এ বছর এফএপিএ ৩০তম কংগ্রেসের সাথে সংস্থাটি তার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করছে। আগামী ২ নভেম্বর এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/পিও
 
unib