কক্সবাজারের একটি ৫ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে বিশ্ববিখ্যাত থাইল্যান্ডের সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের ইনসি ইকো প্লাস সিমেন্ট (INSEE ECO Plus+) এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
বাংলাদেশে এই ক্যাটাগরির সিমেন্ট এই প্রথম, যা ভবন, সাইক্লোন সেন্টার, সেতু, বাঁধ, টানেল ও রিটেইনিং ওয়াল নির্মাণের এক টেকসই সমাধান। পরিবেশ-বান্ধব, টেকসই ও উন্নতমানের সিমেন্ট হিসেবে ইনসি ইকো প্লাস-কে স্থানীয় অংশীজনদের সাথে পরিচিত করতে আয়োজিত হয় এক বিশেষ টেকনিক্যাল সেমিনার। সেখানে সায়াম সিটি সিমেন্ট থাইল্যান্ড থেকে আগত বিশেষজ্ঞ পিটার ডবরি ও জনাব ওয়াঞ্চালেম চালাধর্ন সহ সায়াম সিটি সিমেন্ট বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টার মাহমুদ হাসান বক্তব্য রাখেন।
এ ছাড়া ইনসি সিমেন্ট ফ্যাক্টরির অপারেশন ডিরেক্টার কানথাসাত বুন্তেম এবং জি এম. কোয়ালিটি জি এম জি মোস্তাফা তাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ আলোচনায় ইনসি সিমেন্ট বাংলাদেশের কমার্শিয়াল ডিরেক্টার মোহাম্মদ আবু সাঈদ-সহ ইনসি সিমেন্ট বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে বক্তারা লবণাক্ততা ও রাসায়নিক পদার্থের আক্রমণের ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে স্থাপনা কীভাবে ক্ষয়প্রাপ্ত হয় ও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তা আলোচনা করেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তা নিয়েও আগত অতিথিরা মত বিনিময় করেন।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট) এর প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শামীম আহমেদ।
এ ছাড়া চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর প্রকৌশল বিভাগের প্রভাষকগণ, সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রতিনিধি প্রকৌশলীরা মত বিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
এ ছাড়া স্থানীয় বেসরকারি পর্যায়ের প্রকৌশলী, বিশেষজ্ঞ পরামর্শক ও নির্মাণসামগ্রী ব্যবসায়ীরা প্রশ্নোত্তর পর্বে স্থাপনা শিল্পে বিশেষ এই সিমেন্ট এর প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও আলোচনা করেন। থাইল্যান্ডের নিজস্ব ক্লিংকার থেকে তৈরি ইনসি ইকো প্লাস সিমেন্ট বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের স্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে ইনসি একমাত্র সিমেন্ট, যার রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইপিডি (এনভাইরোমেন্টাল প্রোডাক্ট ডিক্লারেশন) সার্টিফিকেট। থাইল্যান্ডের ইনসি গ্রুপ পৃথিবীর একমাত্র গ্রুপ অফ কোম্পানি যারা তাদের সকল দেশের সিমেন্ট কোম্পানিগুলোর ইপিডি সার্টিফিকেট নিশ্চিত করেছে।