শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

অবৈধভাবে ফিশারিজে বিদ্যুৎ না দেওয়ায় মন্দির কমিটির সদস্যকে খুন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ২০:২৪

গাইবান্ধার সাঘাটায় স্থানীয় একটি মন্দির থেকে মাছ চাষ প্রকল্পে (ফিশারিজ) অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে বিরোধের জেরে শ্রী ধাম নামে মন্দির কমিটির সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটে। নিহত শ্রী ধাম পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

সাঘাটা থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও রফিকুল ইসলাম তেলিয়ান মৌজায় ছাটকালপানি মাঝিপাড়ার নামে ইজারাকৃত বিলে মাছ চাষের জন্য কিছু দিন আগে পাশের মাঝিপাড়া মন্দির থেকে বিদ্যুতের সংযোগ নেন। এর ফলে গত কয়েক মাসে মন্দিরের ২৪ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। এক পর্যায়ে মন্দিরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।

মন্দির কমিটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আবারও বিদ্যুৎ সংযোগ নেয়। বিষয়টি জানার পরে একইদিন দুপুর থেকে মন্দিরের মিটার থেকে আবারও বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করেন মিলন ও রফিকুল। কিন্তু এতে অসম্মতি জানান মন্দির কমিটির শ্রী ধাম। এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিলন মিয়া ও রফিকুল ইসলাম ৪/৫ জন সহযোগীকে নিয়ে শ্রী ধামকে মারধর করে। রাতেই সেখান থেকে সাঘাটা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/জেডএইচডি