বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জোড়াতালি দিয়ে চলছে বিসিবি: ক্রীড়া উপদেষ্টা 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:১০

গত ৫ আগস্ট সরকার পতনের পর রদবদল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সভাপতিসহ বেশ কয়েকটি পদে এসেছে পরিবর্তন। এখনও শূন্য রয়েছে বেশ কয়েকটি পরিচালকের পদ। এতে বিসিবির কার্যক্রম জোড়াতালি দিয়ে চলছে বলে মন্তব্য করেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার সেই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। যখন দায়িত্ব নেই, তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।’

ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

ইত্তেফাক/জেডএইচ
 
unib