রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

রাজধানীতে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২১:৪০

স্টুডেন্ট ক্যারিয়ার কনসালটেন্সির উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় মিরপুরের ইউসেপ ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি)-এর কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
সেমিনারে অতিথি ছিলেন মালয়েশিয়ার মাশা বিশ্ববিদ্যালয়ের হেড অব বিজনেস ডেভেলপমেন্টের নারায়ণ চৌধুরী,  জিইডিইউ-গ্লোবাল এডুকেশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানাজার নূর ফয়সাল আবেদিন, ইউনিভার্সিটি গেটওয়ের রিজওনাল রিক্রুটমেন্ট ম্যানাজার সানিয়া আখতার সানা এবং ইপিএ -এর মার্কেটিং ম্যানাজার বেলাল শেখ।

আলোচকরা বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব, পদ্ধতি, গবেষণার কৌশল, আইএলটিএস, গবেষণার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয়, যথাযথ দেশ ও প্রফেসর অনুসন্ধান সম্পর্কে আলোচনা করেন। 

মুখ্য আলোচকের বক্তব্যে স্টুডেন্ট ক্যারিয়ার কনসালটেন্সির প্রধান নির্বাহী কানিজ ফাতিমা মিতু বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার করা সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে। আমি মনে শিক্ষার্থীদের  উচিত বিদেশের বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে একটা কোর্স করা। আমি সকলকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, অর্নাস এবং মাস্টার্স করার জন্য পরামর্শ দেই। তবে একটি কথা সবাইকে মনে রাখতে হবে ইংরেজি ভাষার দক্ষতা যাচাই বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা প্রমাণের প্রথম ধাপ। অধিকাংশ উন্নত বিশ্বের দেশগুলোতে পড়াশোনার জন্য প্রয়োজন হয় ইংরেজি ভাষার। সেক্ষেত্রে একদম কম খরচে স্টুডেন্ট ক্যারিয়ার কনসালটেন্সি থেকে অল্প খরচে কোর্স করার কথা জানান। এছাড়াও তিনি একমুখী লক্ষ্য ঠিক করে আগানো এবং সময়কে সঠিক ভাবে কাজে লাগানোর ব্যাপারে শিক্ষার্থীদের নির্দেশনা দেন। 

প্রায় তিন ঘন্টাব্যাপী এ সেমিনার শেষে গবেষণায় ইচ্ছুক শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে মুখ্য আলোচক কানিজ ফাতিমা মিতু শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ইত্তেফাক/পিও