রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩২

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২১:১৫

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে একজনের্ মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।

বুধবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড মার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৬ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ১১ দশমিক ১ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৭২ জন। এর মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী।

ইত্তেফাক/এনএ
unib