বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে রোনালদোর ৭০০তম জয়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

ক্যারিয়ারের গোধূলী লগ্নে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারের অর্জন করেছেন অনেক কিছু। এমনকি ক্যারিয়ারের শেষ বেলাও ভারি হচ্ছে অর্জনের ঝুলি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০তম জয়ের দেখা পেয়েছে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল রায়েদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর আল নাসর। এই জয়ে প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জয়ের কীর্তি গড়েন রোনালদো। পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে এই রেকর্ডটি গড়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। যেখানে সৌদি ক্লাবটির হয়ে জিতেছেন ৬৬ ম্যাচ। ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে খেলেছেন ৯৪ ম্যাচ।

স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু রোনালদোর। স্বদেশি ক্লাবের হয়ে জিতেছেন ১৩ ম্যাচ। স্যার আলেক্স ফার্গুসনের হাত ধরে ২০০৯ সালে চলে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ক্লাবটির হয়ে দুই মেয়াদে তিনি জেতেন ২১৪ ম্যাচ। যা তার ক্লাব ক্যারিয়ারের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ জয়।

রোনালদো তার ক্লাব ক্যারিয়ারের সর্বোচ্চ ৩১৬ জয় পেয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ক্লাবটির জার্সিতে চারটি চ্যাম্পিয়নস লিগ, দুই বার লা লিগা জিতেছেন। এছাড়া জুভেন্টাসের হয়ে ৬৬ ম্যাচ জিতেছেন সিআরসেভেন।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib