মেহেরপুরের গাংনী পৌরসভার জবাইখানায় অসুস্থ মরা গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক কসাই ও গরু ব্যাপারীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে গাংনী কসাইখানায় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
প্রশাসন জানায়, মরা গরু জবাইয়ের খবর পেয়ে গাংনী কসাইখানায় অভিযানে নামে প্রশাসন। এসময় মাংস বিক্রেতা জাহাঙ্গীর আলমকে (৪৫) হাতেনাতে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, ‘অসুস্থ পশুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে তাদের দণ্ড দিয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’