দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেষ্ট (চাকা) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ এসব স্বর্ণ জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।
আটকরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকনপুর এলাকার হাসিব আলীর ছেলে সৈয়দ আহমদ(২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার পুর্ববাইট গ্রামের আলাউদ্দিন এর ছেলে আফতাবউদ্দিন(৩৬)।
চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর ঢুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসা হচ্ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করা হয়। পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা দুজন যাত্রীকে কাস্টমস অতিক্রমের পরে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় তল্লাশির পর তাদের কাছ থেকে প্রায় ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়। প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় সাড়ে ১৭ কেজি।