শেরপুরের নালিতাবাড়ী, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তঘেঁষা গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের তিনটি টহল দল অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। জব্দ করা জিরা, চিনি ও ফেনসিডিলের মূল্য ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ভোরে বিজিবি অধিনায়কের নেতৃত্বে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান ভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, সোমবার বান্দরকাটার বেলতলী থেকে দুটি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি ও নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকা থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।