রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩

চলতি বছরের শুরু থেকেই ঢাকার বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালেও বায়ুদূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।  

সকাল ৯টা ৩০ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ঢাকার একিউআই স্কোর ১২২। এই মাত্রাটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।  

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২৩৮। এই মাত্রা নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। একই সময়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।  

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।  

বায়ুদূষণের মাত্রা সাধারণত পাঁচটি প্রধান দূষকের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে বস্তুকণা (PM2.5 ও PM10), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই অক্সাইড (SO2) ও ওজোন (O3)।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এটি বিশেষভাবে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) বৃদ্ধির জন্য দায়ী।  

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে কম বের হতে বলা হয়েছে। শহরে সবুজায়ন ও গাছপালা বৃদ্ধির মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইত্তেফাক/টিএইচ
 
unib