বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভূমিকম্পে কাঁপলো দিল্লি 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫

ভারতের রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। এতে লোকজন ছুটোছুটি করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার। এর উৎপত্তিস্থল দিল্লির মধ্যেই এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত ৫ বা ১০ কিলোমিটার গভীরতার অগভীর ভূমিকম্পগুলো তুলনামূলক বেশি ক্ষতি করতে পারে। তবে দিল্লির এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভূমিকম্পের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে একটি পোস্ট করেছেন। তিনি বার্তায় দিল্লি ও আশেপাশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। সেইসঙ্গে সতর্কতার সঙ্গে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

মোদি বলেছেন, কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

ইত্তেফাক/এসআর
 
unib