বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, জাপানে যুবকের ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫

২০২৩ সালে প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাইপবোমা দিয়ে হত্যাচেষ্টার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদালত এ সাজা ঘোষণা করে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

একটি প্রচারণা অনুষ্ঠানে বাড়িতে তৈরি ডিভাইস দিয়ে আক্রমণ হলে সে সময় কিশিদা অক্ষত ছিলেন। ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী রিউজি কিমুরাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের জুলাই মাসে নির্বাচনী প্রচারণার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার এক বছরেরও কম সময়ের মধ্যে পশ্চিম জাপানে এই ঘটনাটি ঘটে।

জিজি প্রেস এবং পাবলিক ব্রডকাস্টার এনএইচকে সংবাদমাধ্যম জানায়, ওয়াকায়ামা জেলা আদালত কিমুরাকে হত্যার চেষ্টার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।

প্রসিকিউটররা কিশিদাকে হত্যা চেষ্টা করার অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। অন্যদিকে, হত্যা করার ইচ্ছার কথা অস্বীকার করায় কিমুরার আইনজীবীরা তিন বছরের সাজার পক্ষে যুক্তি দেন।

ইত্তেফাক/এসকে
 
unib