রোববার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইয়ামালের রোজা রাখা নিয়ে সমস্যা নেই স্পেন কোচের

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৬:৫৩

রোজা রেখেই বার্সেলোনার হয়ে খেলেছিলেন লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে সেই ম্যাচে ইয়ামালের পারফরম্যান্সও ছিল চোখ ধাঁধানো। রোজা রেখেই এবার জাতীয় দলের জার্সিতে মাঠ নামবেন এই স্প্যানিশ তারকা। 

স্পেন জাতীয় দলে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে মাঠে নামতে যাচ্ছেন ইয়ামালে। উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচের দুই সূচিতে খেলবে স্পেন। প্রথম লেগে আজ রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ আগামী রোববার স্পেনের মাঠে।

এই দুই ম্যাচেই রোজা রেখে খেলবেন ইয়ামাল। এ ব্যাপারে কোনো আপত্তি নেই স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে নীতিমালা, নিয়মকানুন অনুসরণ করছে, এখানেই তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।’

সব ধর্মের প্রতিই শ্রদ্ধার কথা জানিয়ে লা ফুয়েন্তে আরও বলেন, ‘সকল বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’

ইত্তেফাক/জেডএইচ