মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৯:৪২

রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহতের খর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিডিং কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধন চলছিল। এসময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের দুইজন জামায়াত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজিবর রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা কর্মসূচি করছিলাম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। বিএনপির লোকজন আমাদের উপর অন্যায়ভাবে অতর্কিত হামলা চালিয়েছেন।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামায়াতের লোকজন তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলে তারা সেটি থামানোর চেষ্টা করেন। কারো ওপর হামলা করা হয়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে মারামারি তেমন বড় নয়। এ নিয়ে বিকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

ইত্তেফাক/এপি