শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সৌদি আরবে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২১:২৪

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরস্মরণীয়। এদেশের অগ্রগতিতে প্রবাসীদের অবদানও অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্ব জনমত গঠনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা ইতিহাসে অমলিন হয়ে থাকবে।’
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত না করার আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন স্বপন, সোহাইল উল্লাহ, সিদ্দিকুর রহমান ইমরান ও ডা. গোলাম হাসনাইন সোহান। 
 
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইত্তেফাক/এসএএস