শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কারিগরি অবকাঠামো উন্নয়নে চুক্তিবদ্ধ হল মেটামোরফোসিস ও ক্ল্যাসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিস

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১:০৮

রাজধানীর গুলশানে অবস্থিত যমুনা স্পেসটেক জয়েন্স ভেঞ্চারের সদর দপ্তরে গত ৭ এপ্রিল মেটামোরফোসিস লিমিটেড ও ক্ল্যাসিক কেমিক্যালের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মাঝে কারিগরি অবকাঠামো উন্নয়নে এই বিশেষ চুক্তিসাক্ষরের আয়োজন করা হয়। এই চুক্তির মাধ্যমে মেটামোরফোসিস লিমিটেড বেলজিয়ামভিত্তিক অডু ইআরপি ব্যবহার করে ব্যবসা পরিচালনায় ক্ল্যাসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।

চুক্তি সাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন ক্ল্যাসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক ফাহিম শাহরিয়ার, হিসাব বিভাগের প্রধান জসীম উদ্দিন, মানব সম্পদ বিভাগের প্রধান মো. মামুন এবং কারিগরি ব্যবস্থাপক রুপম হাসান। এছাড়াও মেটামোরফোসিস লিমিটেড থেকে এই চুক্তিসাক্ষর আয়োজনে অংশ নেন প্রধান পরিচালক সাদিক এম আলম ও বিজনেস এনালিস্ট ইমতিয়াজ ইসলাম।

২০২১ সালে যাত্রা শুরু ক্ল্যাসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিস লিমিটেড, যেটি যমুনা স্পেসটেক জয়েন্স ভেঞ্চারের একটি স্বকীয় প্রতিষ্ঠান। দেশে ও আন্তর্জাতিক পরিসরে পেইন্টের বাজারে বেশ সুনাম আছে ক্ল্যাসিক কেমিক্যালের তৈরি পণ্য ক্ল্যাসিক পেইন্টসের।

উল্লেখ্য যে, ২০১৭ সালে রাজধানী ঢাকায় যাত্রা শুরু করে মেটামোরফোসিস লিমিটেড। প্রতিষ্ঠানটি মূলত ইআরপি- এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার তৈরি, প্রশিক্ষন ও উন্নয়ন নিয়ে কাজ করে। তাদের মূল সেবার মধ্যে আছে বেলজিয়াম ভিত্তিক ইআরপি সেবা – অডু। মেটামোরফোসিস লিমিডেট বাংলাদেশের প্রথম অডু পার্টনার হিসাবে কাজ শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সহ নিউজিল্যান্ড, সৌদি আরব, সুদান সহ বিশ্বের নানা দেশে আইটি সেবা দিচ্ছে।

ইত্তেফাক/এএম