গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলায় এক ব্যতিক্রমী পথসভা ও র্যালি আয়োজিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে অংশ নেন স্থানীয় সর্বসাধারণ। তারা জানান, বিশ্বব্যাপী চলমান এই অস্থিতিশীলতা থেকে পরিত্রাণ পেতে সব ধর্ম ও মতের বিভেদ উপেক্ষা করে একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। বয়কটের নামে বিভিন্ন দোকান-শোরুম লুটপাট এড়িয়ে আমাদেরকে দেশীয় পণ্য সমৃদ্ধ করতে হবে।
গ্রামের তরুণ ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে ছোট-ছোট শিশুরাও অংশ নেয় এই আয়োজনে। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ‘বুলেট নয়, গোলাপ চাই’ ‘মায়ের লাশ-বোনের লাশ, বইয়ে যেতে দেব না’ ‘হিন্দু ভাই মুসলিম ভাই, এক হয়ে মানুষ বাচাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠেন।
পথসভায় বক্তারা বলেন, এই বৈশ্বিক সমস্যা নিরসনে আরব দেশগুলো থেকে মার্কিন ঘাটি সরিয়ে নিতে হবে। পাশাপাশি ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করে দেশি উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেশীয় উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে। সব ধর্ম-মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।