বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পিএসএলে শোয়েব মালিককে দেখে চটেছেন ইউসুফ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:২১

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন শোয়েব মালিক। ঘরোয়া ক্রিকেটের অন্য টুর্নামেন্টে মেন্টরের ভূমিকাও পালন করলেও পিএসএলে খেলছেন ৪৩ বছর বয়সী এই অলরাউন্ডার। এতেই চটেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

পাকিস্তানের সামা টিভিতে আলোচনায় সঞ্চালক ইউসুফকে প্রশ্ন করেন, ‘শোয়েব মালিক কবে ক্রিকেট খেলা ছেড়ে দেবেন?’ এমন প্রশ্নের জবাবে ইউসুফ বলেন, “শোয়েব মালিকের পিএসএল খেলার ক্ষেত্রে একটি সীমারেখা টেনে দেওয়া উচিত পিসিবির। এমনকি আমাকেও এখনও খেলতে দিলে তো আমি খেলব। কিন্তু এটা তো হতে দেওয়া উচিত নয়।”

পিসিবির এখানে হস্তক্ষেপ করা উচিত জানিয়ে ইউসুফ আরও বলেন, “আমার মনে হয়, বোর্ডের ঠিক করে দেওয়া উচিত, কে খেলতে পারবে, কে নয়। সবাই তো খেলতে চায়। তবে সিদ্ধান্তটি নেওয়া উচিত বোর্ডের।”

এবারের পিএসএলে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে ব্যাট করে ১৫ বলে ১৪ রান করেছেন মালিক। বল হাতে দুই ওভারে দিয়েছেন ৩৫ রান।

ইত্তেফাক/জেডএইচ