শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কলকাতায় সম্মাননা পেলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়ন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৪১

সম্মাননা পেলেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওর‌ফে তারিক চয়ন। 

সোমবার (১৪ এপ্রিল) কলকাতার মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের আয়োজনে ‘সেরা বাঙালি সম্মাননা-২০২৫’ পান তিনি।

অনুষ্ঠানে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজে অসামান্য অবদান রাখায় ১০ জন কৃতী বাঙালিকে এ সম্মাননা দেওয়া হয়। অন্যরা হলেন—সুরথ চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায়, রাজীব সেন, ড. চন্দ্রচূড় গোস্বামী, প্রদীপ কুমার বসু, মল্লার ঘোষ, কার্তিক দেবনাথ, সুভাস সিংহ রায়, প্রবীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী ও সমাজকর্মীরা। 


তারিক চয়নকে সেরা বাঙালি সম্মাননা প্রদান করার ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রেস সচিবের কূটনৈতিক দূরদর্শিতা ও সাংস্কৃতিক বিনিময়ে অবদান বিশেষভাবে প্রশংসিত। প্রবাসে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রচারে তার নিরলস প্রচেষ্টা এবং নেতৃত্ব প্রশংসনীয়৷ একজন অভিজ্ঞ সাংবাদিক ও কূটনৈতিক কর্মকর্তা হিসেবে তার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও নিঃস্বার্থ কর্মনিষ্ঠা দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইত্তেফাক/এসএএস