মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাতক্ষীরায় পাউবো বাঁধে হঠাৎ ভাঙন, নদীপাড়ে আতঙ্ক

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:০২

সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে লুৎফর ফকিরের বাড়ি সংলগ্ন বাঁধের ৬০ ফুট এলাকাজুড়ে চুনকুড়ি নদীতে ভাঙন দেখা দেয়। এসময় প্রায় ২০ ফুট এলাকায় নদীতে বিলীন হয়ে যায়। পরে ভাঙনের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধিসহ পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে চুনকুড়ি নদীতে প্রবল স্রোত দেখা গেছে। এরই মধ্যে শনিবার ভোরে ওই এলাকার লুৎফুর ফকিরের বাড়ি সংলগ্ন বাঁধে ভাঙন দেখা দেয়। পরে এলাকাটির প্রায় ২০ ফুট নদীতে তলিয়ে যায়। ভাঙনের খবরটি এলাকায় জানাজানি হলে আতঙ্কিত হয়ে ওঠেন বাসিন্দারা। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পাউবো কর্তৃপক্ষ। বাঁধ দ্রুত মেরামত শেষে ভাঙন রোধ করা হবে বলে পাউবোর পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট পাউবো সেকশন অফিসার (এসও) প্রিন্স রেজা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরিই ভাঙ্গন স্থানে বাঁধ বাধা সম্ভব হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। ভাঙন মোরামতের কাজ শুরু হয়েছে।

ইত্তেফাক/এপি