বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো ইন্দোনেশিয়া

আপডেট : ০৩ মে ২০২৫, ২০:১৮

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, শনিবার (৩ মে) এই ভূমিকম্পটি আঘাত করে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অনেকটা গভীরে সংঘটিত হওয়ায় সুনামির কোনও সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০৯ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল গভীরে হলেও ভূমিকম্পটি আশপাশের অঞ্চলে যথেষ্ট তীব্রতা নিয়ে অনুভূত হয়েছে, ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের ফলে কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থানীয় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যে কোনো আপদকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় “রিং অব ফায়ার” অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এর আগেও সুলাওয়েসি এবং আশপাশের দ্বীপগুলোতে বড় ধরনের ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘটেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

 

 

ইত্তেফাক/টিএস