দক্ষিণ সুদানের উত্তরের ওল্ড ফাঙ্গাক শহরের একটি হসপিটালে প্রাণঘাতী বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। এ হামলায় শহরটির একমাত্র হাসপাতাল এবং ফার্মেসি ধ্বংস হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে ওল্ড ফাঙ্গাক শহরটি বিদ্রোহী ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের জাতিগোষ্ঠীর বসতিস্থান হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পর ওল্ড ফাঙ্গাকের একটি বাজার এলাকায় আরও একটি হামলা চালানো হয়, যাতে স্থানীয় মানুষদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে।
বর্তমানে দক্ষিণ সুদানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রেসিডেন্ট সালভা কিরের মিত্র বাহিনী এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদান আবারও একটি পূর্ণমাত্রার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ২০১১ সালে স্বাধীনতা লাভের পর দেশটি একাধিকবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে। বিশেষ করে দিনকা জাতিগোষ্ঠীর কিরের অনুগত বাহিনী এবং নুয়ের জাতিগোষ্ঠীর মাচারের বাহিনীর মধ্যে সংঘর্ষে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।
হাসপাতালে এই হামলা সাম্প্রতিক মাসগুলোতে সরকার-নেতৃত্বাধীন আক্রমণের ধারাবাহিকতা। ২০২৫ এর মার্চ থেকেই সরকারি বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে।
উল্লেখ্য, দেশটির জাতীয় নির্বাচন ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই দু'বার স্থগিত হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, নির্বাচন ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তথ্যসূত্র: আল জাজিরা