সিনিয়র সচিব পদ মর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে নানা সেবামুখি কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে রোববার (১১ মে) সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডের নাজিরেরগাও শাহজালাল জামেয়া ইসলামিয়া এর এতিমখানায় এতিমদের খাবার পরিবেশন করা হয়েছে।
এতিমখানা সংলগ্ন মসজিদে জোহরের নামাজ শেষে মরহুম আব্দুল মোছাউয়ীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুশফিকুল ফজল আনসারী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মুশফিকুল ফজল আনসারীর ছোট ভাই আবু সাঈদ আনসারী।
মুশফিকুল ফজল আনসারী বলেন, আমাদের পরিবার এতিমখানার মতো কিছু দাতব্য প্রতিষ্ঠান বেছে নিয়েছি। পর্যায়ক্রমে যেগুলোতে সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি তার বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান।