সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

স্কুলে মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ জন নিহত, ১১ জনই শিক্ষার্থী

আপডেট : ১২ মে ২০২৫, ২০:১৭

মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন টাউনশিপে একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে্‌ সোমবার (১২ মে) এই হামলা চালানো হয়।

বাসিন্দাদের মতে, যুদ্ধবিমান থেকে গ্রামের স্কুলে ৫০০ পাউন্ড ওজনের একটি বোমা ফেলা হয়। সেখানে প্রায় ১০০ জন শিক্ষার্থী পড়াশোনা করত।

একজন বাসিন্দা ইরাবতিকে বলেন, 'বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল। আমরা যখন বিমানের শব্দ শুনতে পেলাম, ততক্ষণে বোমাটি পড়ে গিয়েছিল, তাই পালানোর সময় ছিল না। অনেকেই নিহত ও আহত হয়।'

স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলার পর শিক্ষার্থীদের লাশ পড়ে থাকতে দেখা যায়। ছবি: সংগৃহীত

স্থানীয় একটি শিক্ষা সহায়তা সংগঠন জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থীসহ ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৩০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এলাকায় যথাযথ চিকিৎসার অভাব রয়েছে।

স্থানীয় শাসনবিরোধী কর্মীদের প্রকাশিত একটি ছবিতে, স্কুলের পোশাক পরা ১১ জন শিক্ষার্থীর মৃতদেহ এবং স্কুলের মাঠে একটি কাটা পা পড়ে থাকতে দেখা গেছে।

ইত্তেফাক/এসকে