সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঢাবিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু

আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন।

জানা গেছে “বাংলাদেশ ফার্স্ট” নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাস শ্যাডো এলাকা, কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টিসহ আশপাশের এলাকায় ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। এতে একসঙ্গে দুই শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার (১৩ই মে) ঢাবির ক্যাম্পাস শ্যাডো এলাকায় বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীর আবাস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাসে এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে, এ কারণে ক্যাম্পাস শ্যাডো এলাকায় আমরা শিক্ষার্থীদের জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি৷ শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আল আমিন, সাবেক সমাজসেবা সম্পাদক শেখ রাসেল, মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক রাকিবুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সহ-অর্থ সম্পাদক মাহফুজুর রহমান এবং সহ-সমাজসেবা সম্পাদক আবরার হামীম আপনসহ আরও অনেকে।

ইত্তেফাক/এএইচপি