শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ক্যানস্যাট প্রতিযোগিতায় এশিয়ার মধ্যে দ্বিতীয় ইউআইইউ অ্যাসেন্ড দল

আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:৫৪

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল ক্যানস্যাট ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ৫-৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে তিনটি দলের মধ্যে ইউআইইউ অ্যাসেন্ড সেরা স্থান দখল করে।

ক্যানস্যাট প্রতিযোগিতা নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত একটি আন্তর্জাতিক স্যাটেলাইট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা প্রায় ৭০০ মিটার উচ্চতায় স্যাটেলাইট উৎক্ষেপণ, তথ্য প্রদর্শনসহ সফল অবতরণ প্রদর্শন করে।

ক্যানস্যাট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বাংলাদেশ থেকে ৩টি দলসহ বিশ্বের মোট ৩৪টি দল অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগীতায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে ইউআইইউ’র দল বিশ্বে ৭ম স্থান অর্জন করলেও এশিয়ান দলগুলোর মধ্যে ২য় স্থান এবং বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, তাইওয়ান, কানাডা, তুরস্ক, কোরিয়া, ভারত, ইতালি, মেক্সিকো, মালেশিয়া, সিংঙ্গাপুর এবং জার্মানিসহ প্রায় ১৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল।

‘ইউআইইউ অ্যাসেন্ড’ দলের এ সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মঞ্চে এক গৌরবজনক অর্জন।

ইত্তেফাক/এএইচপি