শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

আরপিসিএলে চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার

আপডেট : ১৭ মে ২০২৫, ০৮:৫৮

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজিং ডিরেক্টর (এমডি)’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। ১৩ মে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

প্রতিষ্ঠানের নাম: রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর (এমডি)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: ১,৭৫,০০০ টাকা

অন্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন অন্যান্য সুবিধা।

আবেদনকারী প্রার্থীর বয়স: ৫০-৬২ বছর (২৮ মে ২০২৫ তারিখে)

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

এইচআর অ্যান্ড অ্যাডমিন/কোম্পানি সেক্রেটারি ডিপার্টমেন্ট, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), এশিয়ান টাওয়ার (৫ম তলা), প্লট # ৫২, রোড # ২১, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ: প্রার্থীরা আগামী ২৮ মে তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ইত্তেফাক/এনএন