শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

চিড়িয়াখানার ফটকের দেয়ালধসে আহত ৫

আপডেট : ১৭ মে ২০২৫, ১১:১০

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ও ফটকধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাতে নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। 

আহত শ্রমিকেরা হলেন মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে১২টার দিকে চিড়িয়াখানার ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ফটকের ছাদ ও দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত শ্রমিকদের উদ্ধার করে। শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়াল ও ফটকের ছাদ ধসে পড়ায় প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, শনিবার ভোর পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়াল ও ফটকের ছাদ ধসে পড়ায় প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

এদিকে বিষয়টি জানতে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেনকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ইত্তেফাক/এপি