শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নাটোরে মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ

আপডেট : ১২ জুন ২০২৫, ১৩:১৩

নাটোরে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ জুন) দুপুরে নাটোর সদরের বাকশোর এলাকায় প্রায় ৪০বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন নাটোর সদরের ট্রাফিক সার্জেন্ট মো. উমর ফারুক।

নাটোর সেনা ক্যাম্পের বরাতে ট্রাফিক সার্জেন্ট ফারুক বলেন, বাকশোর ঘাট এলাকায় ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। খনন করা মাটি ট্রাক্টরে করে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইটভাটায় সরবরাহ করছিল তারা। এতে কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে পুকুর খননের মাটি পরিবহনের অভিযোগে ট্রাক্টরগুলো জব্দ করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী জব্দকৃত টাক্টরগুলো পুলিশ লাইনে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে।

ফারুক আরও বলেন, এই ট্রাক্টরগুলো সড়ক-মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত বলেন, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলী জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি।

ইত্তেফাক/এপি