মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বরিশালে তিন হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:০৭

চলতি বছর বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিন হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৭৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৭ জন রোগী।

সবশেষ বুধবার (১৮ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ১১০ জন। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১১০ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

স্বাস্থ্য বিভাগে তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৩ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন এবং বরগুনা হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

ইত্তেফাক/এপি