রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব এ কে এম বদরুদ্দোজা মারা গেছেন

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯:৫৯

হার্ট অ্যাটাকে মারা গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব এ কে এম বদরুদ্দোজা। গত ২৮ জুন নিউ জার্সির ‘পেন্ উইলিয়াম মেডিসিন হাসপাতালে’ তিনি মারা গেছেন।

১৯৩৮ সালের ৯ নভেম্বর চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার মিঠাছরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ বিমান পরিচালনার সূচনা থেকেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির ফ্রাঙ্কফুর্ট, সৌদি আরবের জেদ্দা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিমানের নানা গন্তব্যে স্টেশন ম্যানেজার হিসেবে নিঃস্বার্থ পরিশ্রম ও দক্ষতা প্রদর্শন করে দেশের গৌরব অক্ষুণ্ণ রেখেছেন।

অত্যন্ত সাদামাটা জীবনযাপনকারী বদরুদ্দোজা দেশের বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাব্যবস্থা ও মানবসেবায় অবদান রেখেছেন। দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে তার হৃদয় ছিল সর্বদা উন্মুক্ত।

শিল্প-সংস্কৃতিতেও ছিলেন তিনি বহুমুখী প্রতিভাবান। বাংলাদেশ বেতার ও বিটিভির প্রথম সারির সঙ্গীতশিল্পী ছিলেন, গীতিকবি ও সুরকার হিসেবেও সুপরিচিত। নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও লোকসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন তিনি। মঞ্চে তাঁর সুর ও কন্ঠে দর্শকরা আনন্দ ও উল্লাসে মেতে উঠতেন।

তার চলে যাওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক ও মানবিক অঙ্গনে একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশপ্রেমিক, মমত্ববোধপূর্ণ ও অসাধারণ প্রতিভাধর এ ব্যক্তিত্বের স্মৃতি চিরস্মরণীয় থাকবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন, যারা তাঁর অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

ইত্তেফাক/এএইচপি