শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নয়াদিল্লীর বাংলাদেশ হাই কমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:১৯

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে। এই উপলক্ষে সেখানে একটি স্মরণসভার আয়োজন করা হয়। বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার এটিএম রকিবুল হক দিনটিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি গৌরবময় স্মৃতি হিসেবে উল্লেখ করেন।  

সভায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদ হোসেন, সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এবং আ ফ ম জাহিদুল ইসলাম। সভার শুরুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বার্তা সকলকে পড়ে শোনানো হয়।

আরও পড়ুনঃ টাঙ্গাইলে প্রতিবন্ধী স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক

সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে নয় মাসের কারাবাসের পর তার স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৬ই ডিসেম্বরে মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাঙ্গালী জাতির এই বিজয় প্রকৃত পূর্ণতা লাভ করে।

ইত্তেফাক/জেডএইচডি