শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খায়রুল বাবুইয়ের 'ঘোড়ার ডিমের ছাই'

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক খায়রুল বাবুইয়ের কিশোর গল্পের বই ‘ঘোড়ার ডিমের ছাই’। তেলের তেলেসমাতি, ঘাসটা ফড়িং হয়ে উড়ে গেল, ভূত-রাজার বুদ্ধি, বুকশেলফটা হাসছে, অপেক্ষা, ৯ বড় নয়, ঘোড়ার ডিমের ছাই এবং মায়ের মুখ শিরোনামে বইটিতে আটটি গল্প রয়েছে।

বইটি সম্পর্কে খায়রুল বাবুই বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা ধরন ও আঙ্গিকের লেখা লিখছি। বড়দের পাশাপাশি নিয়মিত লিখছি শিশু-কিশোরদের জন্যও। রঙিন-স্বপ্নময় দুরন্ত শৈশব-কৈশোর কমবেশি আমাদের সবারই আছে। তাই ‘ঘোড়ার ডিমের ছাই’ বইটি সব বয়সের পাঠকের পাঠ-উপযোগী।’ 

আরো পড়ুন: বইমেলায় বিপাশা ইসলামের কাব্যগ্রন্থ ‘ঘুনপোকা’ 

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন কুতুবুল ইসলাম অভি। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এটি বইমেলায় প্যাভিলিয়ন ১০ এ পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫।

এছাড়াও অনলাইনে www.rokomari.com-এ ‘ঘোড়ার ডিমের ছাই’ পাওয়া যাবে ।

ইত্তেফাক/এএএম