শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গবাদি পশুর নকল ওষুধ তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪

সাভারে একটি গবাদি পশুর নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিকসহ দুইজনকে ৬ মাসের করে কারাদণ্ড এবং কারখানাটি সিলগালাসহ প্রায় ২০ লাখ টাকার নকল ওষুধ সামগ্রী পুড়িয়ে ফেলা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার এফএস এগ্রো-ভেট ইন্ডাস্ট্রিজ কারখানায় এ অভিযান চালায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ড প্রাপ্ত কারখানাটির মালিক আশাদুল ইসলাম টিংকু সাতক্ষীরা জেলার কলোয়ারা থানার মৃত একরাম সরদারের ছেলে এবং শ্রমিক মশিউর রহমান মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের মতিউর রহমানের ছেলে।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা তৈরিতে প্রাধান্য দিচ্ছে সরকার: স্পিকার

র‌্যাব-৪ জানায়, প্রায় এক মাস ধরে উত্তর জামসিং এলাকায় একটি টিনসেড বাড়ি ভাড়া নিয়ে অবৈধ ভাবে গরু, ছাগল, হাঁস, মুরগীর নকল ওষুধ তৈরি করে তা বাজারে বিক্রি করে আসছিলো আশাদুল ইসলাম টিংকু নামের এক ব্যক্তি। গোপনে খবর পেয়ে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালায়।  

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা, সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বী প্রমুখ।

ইত্তেফাক/এসি