পদত্যাগ করলেন আতিকুল ইসলাম

আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক১৭:৪৩, ৩০ ডিসেম্বর, ২০১৯ | পাঠের সময় : মিনিট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন আতিকুল ইসলাম। সোমবার বিকালে তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান।
আতিকুল ইসলাম বলেন, মেয়র পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না। এটাই আইন। তাই পদত্যাগপত্রে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
শনিবার রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। আর দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকার কাণ্ডারি হন। আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচ