শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তৃতীয় দিনের মতো বিমানবন্দর সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:২০

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার তৃতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

 

মঙ্গলবার সকাল ৯টার পর থেকে উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

 

এদিকে মিরপুরের কালশী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

আরো পড়ুন : মন্ত্রী করার শর্তে জোট হয়নি: কাদের

এর আগে সোমবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও বাসে অগ্নিসংযোগ করে পোশাক শ্রমিকরা। দুপুরের দিকে তারা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কটিতে টানা পাঁচ ঘণ্টা বন্ধ যান চলাচল থাকে।

 

ইত্তেফাক/ইউবি