বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে একদিনে ৬৭০০ মামলায় জরিমানা প্রায় ৩১ লাখ টাকা

আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লাখ ৯৭ হাজার ৭২০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬ হাজার ৭৯৫টি মামলা, ৪৮টি গাড়ি ডাম্পিং ও ৭৪৩টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করেছে বলে ডিএমপি সূত্রে জানা যায়।

ডিএমপি সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১১৯ টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১ হাজার ৬১৩টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৬৭৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৯ টি মোটর সাইকেল আটক করা হয়। 

আরও পড়ুন:  বিমানে বাদ্যযন্ত্র ওঠা নিষেধ, রেগে যা বললেন শ্রেয়া ঘোষাল

সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩০টি মামলা করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি