শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেলে আরো একজনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৪:২৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. গিয়াস উদ্দিন (৪০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টা ২০ মিনিটে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান। 

 

গিয়াস উদ্দিন চাঁদপুর জেলার মতলব উপজেলার পশ্চিম শিংরা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পরিবার নিয়ে তিনি ঢাকার পোস্তখোলা এলাকায় থাকতেন। গিয়াস পাথরের ব্যবসা করতো। তার আড়ত শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায়। 

 

গিয়াস উদ্দিনের বড় ভাই মো. জাহাঙ্গীর জানান, প্রচণ্ড জ্বরের কারণে তাকে বুধবার রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়। 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গিয়াসের মৃতদেহ তার স্বজনেরা নিয়ে গেছেন। তারা জানিয়েছে তিনি জ্বরে ভুগছিলেন।

 

ইত্তেফাক/ইউবি