শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশে সন্ত্রাসী, জঙ্গি ও মাদকের কোন স্থান হবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৯:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'সন্ত্রাসী সন্ত্রাসীই, এদের কোন জাত নেই, ধর্ম নেই, দেশ নেই। বাংলাদেশে সন্ত্রাসী, জঙ্গি ও মাদকের কোন স্থান হবে না'। রবিবার ব্রুনাই সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এর আগে, রবিবার তিনদিনের সফরে ব্রুনাই যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রুনাইতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় সমৃদ্ধ অর্থনীতির দেশ ব্রুনাই থেকে বিনিয়োগ আর শ্রম বাজার বাড়ানোর প্রত্যয় জানানো হয়েছে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের ব্রুনাই সফরে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি। 

আরও পড়ুন:  দেশের সব নদী দখলমুক্ত করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ছোট দেশ ব্রুনাইয়ের জনসংখ্যা মাত্র সাড়ে চার লাখ। বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি অবস্থান করছেন ব্রুনাইতে। 

ইত্তেফাক/জেডএইচডি