শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেলান্দহে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি স্যানিটাইজার বিতরণ

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪৬

মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষক দলের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয়। নিজেদের তৈরি প্রায় ৩০ লিটার স্যানিটাইজার বোতলজাত শেষে শনিবার বিশ্ববিদ্যালয় এলাকায় বিতরণ করেন তারা। বর্তমানে বাজারে স্যানিটাইজার সংকট দূরীকরণের লক্ষ্যে তাদের এই উদ্যোগ।

গবেষক দলের প্রধান ড. মাহমুদুল হাছান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে স্যানিটাইজার তৈরি করছি। এ পর্যন্ত প্রায় ৩০ লিটার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। স্যানিটাইজার প্রস্তুতকারী গবেষক শিক্ষার্থীরা হলেন—দিদারুল হক খান অভি, জাহিদ হাসান অনিক, সৈয়দা মার্জিয়া ইসলাম তৃপ্তি, ফারজানা হায়দার স্মৃতি, বিল্লাল হাসান, শর্মিলা দে ও তুষার রায়।