শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোগী সেজে ভুয়া চিকিৎসককে আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৮:৪৪

রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে আটক করে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার সোনাহাট বাজারে উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর ছেলে আসাদুজ্জামান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিলো। শুধু তাই নয়, তার ওই চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দাঁতের অপারেশন করে আসছিলো। 

মঙ্গলবার দুপুরে স্থানীয় থানার পুলিশ রোগী সেজে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নিম্নমানের ওষুধসহ তাকে চেম্বার থেকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভুয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ইত্তেফাক/জেডএইচ