শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চতুর্থ বিয়ের বরযাত্রা থেকে জেলে

আপডেট : ০৫ জুন ২০২০, ১৫:৫৫

নালিতাবাড়ী উপজেলার নিভৃতপল্লীতে চারবারের মতো বিয়ে করতে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন (৪০)। কনে ছিল ১২ বছর বয়সী পিতাহারা এক কিশোরী। বরযাত্রী হিসেবে সঙ্গে ছিল বড় ভাই আন্তাজ আলী (৫০)। কিন্তু বরযাত্রা আর কনের বাড়ি অব্দি পৌঁছেনি। বাঁধ সাধে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের এক বছর দশ মাস ও ভাইয়ের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। ঘটনাটি বৃহস্পতিবার রাতে উপজেলার গোজাকুড়া কয়ারপাড় গ্রামের। 

আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি, মানিকগঞ্জে নারী গ্রেফতার

সূত্র জানায়, উপজেলার গোবিন্দনগর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন এ যাবত তিনবার বিয়ে করেছেন কিন্তু একটিও টেকেনি। চতুর্থ বিয়ের জন্য গোজাকুড়া কয়ারপাড় গ্রামের দরিদ্র পরিবারের কিশোরীকে টার্গেট করে তার মা-নানীকে পটান দেলোয়ার। রাতে কাজী ডেকে সাদা কাগজে কাবিনও করেন। খবর পেয়ে পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউএনও ঘটনাস্থলে গিয়ে বর ও বরের ভাইকে কারাদণ্ড দেন। 

তবে কাজীসহ কিশোরীর পরিবারের সবাই পালিয়ে যাওয়ায় তাদের শাস্তির আওতায় আনা যায়নি। রাতেই দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি