শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফকিরহাটে করোনা ও উপসর্গে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২০, ২৩:৪২

বাগেরহাটের ফকিরহাটে করোনায় আক্রান্ত হয়ে বাবা-ছেলেসহ ৩ জন মারা গেছেন। শনিবার (১১জুলাই) সকালে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার সাতবাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক ইয়াদ আলী (৬০) ও বিকালে তার ছেলে বাদশা (২৮) মারা যায়। 

অপর দিকে ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুস ছালাম (৫২) করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকালে মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: বড়লেখায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জানা গেছে, গত ৬ জুলাই ইয়াদ আলীর পরিবারের ৮ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার ফলাফলে ৮ জুলাই ইয়াদ আলীসহ একই পরিবারের ৪ জন করোনা পজিটিভ আসে। এরপর তিনি খুলনা কোভিড হাসাপাতালে ভর্তি হন। অপরদিকে গ্রাম পুলিশ আব্দুস ছালাম করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মৃত্যুবরণ করেন। 

উল্লেখ্য, এ পর্যন্ত ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ৫ জন। মোট আক্রান্ত সংখ্যা ৮১জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬জন। 

ইত্তেফাক/এএএম