শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাভারে সংঘর্ষে নিহত সুমনের বাড়িতে শোকের মাতম

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:২৯

ঢাকার সাভারে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় নিহত গার্মেন্টস শ্রমিক সুমন মিয়ার (২২) বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামে চলছে শোকের মাতম। 

 

সুমন ওই গ্রামের আমির আলীর ছেলে। মঙ্গলবার সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন মিয়া মারা যান। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শোকের মাতম শুরু হয়। 

আরো পড়ুন : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু কাল

সুমন মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, তার বাবা ঢাকার একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন। তার মা গৃহিনী। তারা দুই ভাই ও তিন বোনের মধ্যে সুমন সবার ছোট। প্রায় ২ বছর ধরে সাভারের আনলীমা এ্যাপারেলস পোশাক কারখানার ফিনিশিং সেকশনে কাজ করতেন সুমন। তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়ি এনে দাফনের প্রস্তুতি চলছে। 

 

 

ইত্তেফাক/ইউবি