শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় ঘুমন্ত নারীকে ছুরিকাঘাতে খুন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৭:৫৮

বগুড়ার নন্দীগ্রামে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে খুন হয়েছেন খোদেজা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খোদেজা খাতুন উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের ভ্যান চালক এনতাজুর রহমানের স্ত্রী।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে নিহতের স্বামী এনতাজুর রহমান চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে।

আরও পড়ুন: পুলিশ দেশের মালিক না দেশের সেবক: ড. কামাল

এ সময় এনতাজুর তাদের জানান, কে বা কারা জানালা দিয়ে খোদেজাকে ছুরিকাঘাত করেছে। তখন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গুরুত্বর আহত খোদেজাকে নিয়ে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে খোদেজা খাতুন মারা যায়। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। 

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বামী এনতাজুর রহমানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/জেডএইচ