শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ০৩ মে ২০১৯, ২০:৫৯

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার বিধ্বস্ত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে ভাটায় আবার পানি নেমে যাওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু রাতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকাসহ সব জায়গার লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে। 

জানা গেছে, বিধ্বস্ত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ দিয়ে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার সকাল ১০টা থেকে তিন ঘণ্টা ধরে পানি প্রবেশ করায় উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙা, মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে তিন ঘণ্টা পর পানির স্রোত কমে ভাটা লাগায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন কুমার ঘোষ বলেন, ‘প্রচুর লোকজন সাইক্লোন শেল্টারে গিয়ে আশ্রয় নিয়েছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘উপজেলার ৫৪টি আশ্রয় কেন্দ্র খুলে প্রস্তুত রাখা হয়েছে। লোকজন আশ্রয় কেন্দ্রে উঠছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।’ 

ইত্তেফাক/জেডএইচ