শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিস্তি দিতে না পাড়ায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ১৫ মে ২০১৯, ১৮:১৬

দামুড়হুদায় ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক গৃহবধূ নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত নিহারন বিবি (৪৪) উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির আলীর স্ত্রী। মঙ্গলবার (১৪ মে) নিহতের বাড়িতে রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নিহারন বিবি বিভিন্ন সময়ে বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন।অভাব অনটনের কারণে সময় মত ঋণের কিস্তি পরিশোধ করতে না পাড়ায় তিনি চাপের মধ্যে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দুটি এনজিও এসে টাকা চাইলে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে ওই দিন রাত ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন: স্থানীয়দের দাবি পুরাতন ভেঙ্গে নতুন ভবন, প্রধান শিক্ষক চান খেলার মাঠে
 
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন্ত কুমার পাল জানান, ধারণা করা হচ্ছে এনজিও’র ঋণের কিস্তি নিয়ে ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে দুটি এনজিও’র নাম আমরা পেয়েছি। বুধবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/অনি